Bhool Bhulaiyaa 2

আমি যে তোমার..., মেট্রোর রেকে হঠাৎ হাজির সেই মঞ্জুলিকা! চোখে ‘ভুলভুলাইয়া’ যাত্রীদের

সেই গায়ে কাঁটা দেওয়া দৃশ্যের কথা মনে পড়ে গেল নয়ডা মেট্রোর অফিসফেরতা যাত্রীদের। এলমেলো চুলে ঢাকা মুখে লেপটে রয়েছে সিঁদুর-কাজল। ভর সন্ধ্যায় ক্লান্ত শরীরে আচমকাই শিহরণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২০:৫৪
Share:

বলিউডের সিনেমা ভুলভুলাইয়ায় মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। প্রতীকী ছবি।

গানটা কোথাও বাজছিল না। তবে নয়ডা মেট্রোর যাত্রীরা মনে মনে নির্ঘাত শুনতে পাচ্ছিলেন ‘ভুলভুলাইয়া’র সেই বিখ্যাত গান, ‘‘আমি যে তোমার...’’। কারণ তাঁদের চোখের সামনে তখন সশরীরে নেচে বেড়াচ্ছেন ‘মঞ্জুলিকা’। ২০০৭ সালের বলিউডের জনপ্রিয় ছবির ভৌতিক চরিত্র।

Advertisement

সেই একই হলুদ লাল নাচের পোশাক তাঁর পরনে। পায়ে ঘুঙুরের তোড়া, মাথায় লম্বা বেণী, এমনকি মুখে এলেমেলো চুলের নীচে সেই একই ভাবে লেপ্টে যাওয়া কাজল-সিঁদুর। ভুল হওয়ার কোনও জায়গা নেই। কিন্তু ভর সন্ধ্যায় তিনি নয়ডার মেট্রোর রেকে কী করছেন! উত্তর যাই হোক, ভিডিয়োটি আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে দিল্লি মেট্রোর অ্যাকোয়া লাইনে। তাতে দেখা যাচ্ছে মেট্রোর রেকে এক মহিলা ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকার বেশে অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছেন মেট্রোর কামরায়। তাঁর বয়স কত জানা যায়নি। তবে নাম জানা গিয়েছে।

Advertisement

ইনস্টাগ্রামের ভিডিয়োর ওই তরুণীর নাম প্রিয়া গুপ্ত। ভিডিয়োয় তাঁকে বেশ কয়েকজন যাত্রীকে ভয় দেখাতে দেখা যায়। পরে ‘আমি যে তোমার’ গানটির সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। একেবারে শেষে খোনা গলায় ‘‘আমি মঞ্জুলিকা’’ বলে ভিডিয়ো শেষ করেছেন তিনি।

বলিউডের ছবি ‘ভুলভুলাইয়া’র পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তাঁর সেই ছবির রিমেকও হয়েছে সম্প্রতি। তবে নয়ডার মেট্রোর ‘মঞ্জুলিকা’ কয়েক ঘণ্টার জনপ্রিয়তায় ভুলভুলাইয়ার দ্বিতীয় পর্বকেও টেক্কা দিয়েছে বলে মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement