Coronavirus in India

কেরল, পঞ্জাব, মহারাষ্ট্রে বাড়ছে করোনার প্রকোপ, দেশে দৈনিক মৃত্যু সামান্য কমল

সোমবার প্রকাশিত রিপোর্টে দেশে মৃত্যুর সংখ্যা ছিল ৯৭। তার আগে দু’দিন মৃত্যু ছিল ১০০-র উপরে। কিন্তু মঙ্গলবার সেই সংখ্যাটাই নেমে এসেছে ৭৭-এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১১:৪৯
Share:

নিজস্ব চিত্র

চিন্তা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র ও পঞ্জাব। নতুন করে এই তিন রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। কেন্দ্রীয় সরকার প্রকাশিত তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। তার মধ্যে কেরলে ১২, মহারাষ্ট্রে ২২ ও পঞ্জাবে ১৪ জনের মৃত্যু হয়েছে। তিন রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা ৪৮। বাকি মৃত্যু অন্য রাজ্য থেকে। স্বাভাবিক ভাবে এই ৩ রাজ্য নিয়ে মাথাব্যথা বাড়ছে। তবে সব মিলিয়ে হিসাব করে দেখলে গোটা দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে।

Advertisement

সোমবার প্রকাশিত রিপোর্টে দেশে মৃত্যুর সংখ্যা ছিল ৯৭। তার আগে দু’দিন মৃত্যু ছিল ১০০-র উপরে। কিন্তু মঙ্গলবার সেই সংখ্যাটাই নেমে এসেছে ৭৭-এ। করোনা পরীক্ষার পরিমাণ একই থাকলেও কমেছে সংক্রমণের পরিমাণ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ৭ লক্ষ ৪৮ হাজার ৫২৫ জনের। গত কয়েকদিনের গড় হিসাবে পরীক্ষার সংখ্যা কমেনি। সেই হিসাবে কমেছে সংক্রমণের পরিমাণ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৮৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার ৭৮৬ জনে। মৃত্যুর সর্বমোট সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৯৩০ জন।

দেশে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৯৬ জন। সুস্থতার মোট সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ৯৯ হাজার ৩৯৪-এ। জোর কদমে চলছে টিকাকরণের কাজটিও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়ার পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ লক্ষ ১৯ হাজার ৭২৩ জনকে টিকা দেওয়া হয়েছে। মোটা টিকা পেয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৮ হাজার ৭৩৩ জন। ২৪ ঘণ্টায় যত সংখ্যক টেস্ট হয়, তার মধ্যে যত রিপোর্ট পজিটিভ আসে, তার শতকরা হারকেই ‘পজিটিভিটি রেট’ বা ‘সংক্রমণের হার’ বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে পরীক্ষা ও সংক্রমণের সংখ্যা হিসাব করে দেখা গিয়েছে, সংক্রমণের হার এসে দাঁড়িয়েছে ২.০৬ শতাংশে। যেখানে সর্বমোট সংক্রমণের হার ৫.০৫ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement