বিয়ের দিন নীরজ ও কোমল। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
বিয়ের নামে ধর্মান্তরণ প্রতিরোধী আইন নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যেই একের পর এক নৃশংস ঘটনা সামনে আসছে। অন্য জাতের ছেলে হয়েও তাঁদের ঘরের মেয়েকে বিয়ে করায়, এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই শ্যালকদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, একবার, দু’বার নয়, ছুরি দিয়ে মোট ১২ বার কোপানো হয় ওই যুবককে। এটি ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মানরক্ষার স্বার্থে খুন বলেই সন্দেহ পুলিশের।
শুক্রবার রাতে হরিয়ানার পানিপথে ব্যস্ত বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এলাকার সিসিটিভি ফুটেজে গোটা দৃশ্য ধরা পড়েছে। তাতে ওই যুবককে পালানোর চেষ্টা করতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু এই ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম নীরজ (২৩)। পাড়ার পেয়ে কোমলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। এ বছর নভেম্বর মাসেই সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। কিন্তু নীরজ যেহেতু তাঁদের জাতের ছেলে নয়, তাই এই বিয়েতে প্রথম থেকেই আপত্তি ছিল কোমলের পরিবারের। তাদের অমতে গ্রাম পঞ্চায়েতে লিখিত মুচলেকা দিয়ে নীরজের গলায় মালা দেন কোমল।
আরও পড়ুন: বসবে আরও দুটো স্টেন্ট, ১ মাসেই পুরো সুস্থ হবেন সৌরভ, দাবি
কিন্তু কোমলের পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি বলে অভিযোগ। নীরজের ভাই জগদীশ জানিয়েছেন, কোমলের পরিবারের তরফে বেশ কিছু দিন ধরেই নীরজকে হুমকি দেওয়া হচ্ছিল। মুখোমুখি কথা বলতে চেয়ে শুক্রবার তাঁকে বাজার সংলগ্ন এলাকায় ডেকে পাঠান কোমলের দাদারা। সেই মতো নীরজ বাড়ি থেকে বেরোন। কিন্তু আর ফেরা হল না তাঁর।
জগদীশ বলেন, ‘‘দাদা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই কোমলকে ফোন করেন ওঁর দাদারা। বলেন, খুব শীঘ্র ওঁকে কাঁদতে হবে। তার পরেই দাদার মৃত্যুর খবর পাই আমরা। এমনকি তার পরেও ওই বাড়ি থেকে হুমকি আসে। বলা হয়, আরও অনেকের রক্ত ঝরবে।’’
পানিপথের ডেপুটি পুলিশ সুপার সতীশ কুমার বৎস বলেন, ‘‘ছেলেটির পরিবারের আপত্তি ছিল না। মেয়েটিও রাজি ছিলেন। গ্রাম পঞ্চায়েতের সভায় মুচলেকা দিয়ে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু মেয়েটির দাদাদের এই বিয়েতে সম্মতি ছিল না। তাই লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিলেন।’’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ২২ কোটি টাকার মাদক ধরা পড়ল বেলগাছিয়ায়, আছে হেরোইন-ইয়াবাও
গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার হরিয়ানায় এমন ঘটনা ঘটল। এর আগে, বুধবার রোহতকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ বছরের এক তরুণীর। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁর ২৫ বছরের প্রেমিককে। পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির অমতে প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন ওই তরুণী। বুধবার কোর্ট ম্যারেজ করতে যাচ্ছিলেন তাঁরা। সেইসময় মেয়েটির কাকা পিস্তল নিয়ে তাঁদের উপর হামলা করেন।