—ফাইল চিত্র।
বৈশাখের তাপে জ্বলেপুড়ে খাক গোটা দক্ষিণবঙ্গ। গরম এ বার বহু বছরের নজির ভেঙে দিয়েছে। কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৩ ডিগ্রির ঘরে। বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। এই পরিস্থিতি শুধু বাংলা নয়। তীব্র তাপপ্রবাহে কাহিল দেশের একাধিক রাজ্য। বুধবার ১৩টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন দেশের অন্তত ১৩টি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। জারি করা হয়েছে লাল সতর্কতাও। সেই তালিকায় প্রথমেই আছে উত্তরপ্রদেশ। গত কয়েক দিনে সেখানেও গরম অসহনীয় হয়ে উঠেছে। লখনউ, বারাণসীর মতো এলাকায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। মৌসম ভবন জানিয়েছে, উত্তরপ্রদেশের পূর্বাংশ, গুজরাতের কচ্ছ, সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গোয়া, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী, কর্নাটকে তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহ হতে পারে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও।
গরমের হাত থেকে এখনই রেহাই মিলছে না দিল্লিতেও। বুধবার থেকেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে। তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রির গণ্ডি। আগামী তিন দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানীতে।
তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবর রয়েছে উত্তর ভারতের দুই রাজ্যের জন্য। পঞ্জাব এবং হরিয়ানায় আগামী কয়েক দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তীব্র গরমে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গে আপাতত রবিবার পর্যন্ত আবহাওয়ার খুব একটা পরিবর্তন হচ্ছে না। রবিবারের পর থেকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। আপাতত সে দিকেই তাকিয়ে বঙ্গবাসী।