ভেঙে পড়া মিগের ধ্বংসাবশেষ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
প্রশিক্ষণ চলাকালীন পঞ্জাবে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ। তবে সময় থাকতে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট। প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পঞ্জাবের জালন্ধরের শহিদ ভগৎ সিংহ নগরের চুহারপুর গ্রামে এই ঘটনা ঘটে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ‘‘প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। চেষ্টা সত্ত্বেও বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি পাইলট। কোনও রকমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে উদ্ধার করা হয়।’’
দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যে মিগ-২৯ ভেঙে পড়েছে, সেটি সোভিয়েত জমানার বিমান। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ও সেটি ব্যবহার করা হয়েছিল। শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে উড়ে আসা বোমার মোকাবিলাতেও ব্যবহার করা হয় ওই মিগটিকে।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় মৃত ১৬ পরিযায়ী শ্রমিক
আরও পড়ুন: লকডাউনের মধ্যেই তৃতীয় লগ্নি জিয়োয়, মুকেশের সংস্থায় ১১ হাজার কোটি ঢালছে মার্কিন সংস্থা