Narendra Modi

‘মোদীর সঙ্গে বৈঠক সহজে ভুলব না’

৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের বর্ষপূর্তি। তার আগে আজ একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে গত বছরের ঘটনার কিছু ঝলক ও নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন ওমর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও শ্রীনগর শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৫:২৩
Share:

ওমর আবদুল্লা। ফাইল চিত্র

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন ওমর আবদুল্লা-সহ কাশ্মীরের নেতারা। সেই বৈঠকের কথা তিনি চট করে ভুলবেন না বলে আজ এক নিবন্ধে মন্তব্য করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর।

Advertisement

৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের বর্ষপূর্তি। তার আগে আজ একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে গত বছরের ঘটনার কিছু ঝলক ও নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন ওমর। তাঁর বক্তব্য, ‘‘৪ অগস্টের কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়। ওই বৈঠকের কথা সহজে ভুলব না। এখন ওই বৈঠকে ঠিক কী হয়েছিল তা লেখা উচিত নয়। এটা বলা যায় যে, জম্মু-কাশ্মীরে কী হতে চলেছে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ ভিন্ন কথা বলা হয়েছিল।’’ গত বছরের ৪ অগস্ট রাতে গৃহবন্দি করা হয়েছিল ওমরকে। তাঁর বক্তব্য, ‘‘৫ অগস্ট সকালে টিভিতে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। তার পরে আমাকে একটি সরকারি বাংলোয় নিয়ে যাওয়া হয়।’’

ওমরের মতে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের যে সব কারণ নরেন্দ্র মোদী সরকার দেখিয়েছে, তার কোনওটাই গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, ‘‘জম্মু-কাশ্মীর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। বিশেষ মর্যাদা লোপ হয়তো জনপ্রিয় সিদ্ধান্ত। কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়।’’

Advertisement

জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকলে তিনি বিধানসভা ভোটে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন ওমর। তাঁর বক্তব্য, ‘‘ছ’বছর আমি দেশের সবচেয়ে বেশি ক্ষমতাপ্রাপ্ত বিধানসভার নেতা ছিলাম। ক্ষমতা কমিয়ে কোনও বিধানসভা গঠন করা হলে তার সদস্য হতে রাজি নই।’’ করোনার আবহে গত ২৪ মার্চ গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন ওমর। তার কয়েক দিন আগে তাঁর বাবা ফারুক আবদুল্লাকেও মুক্তি দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement