Rape

ল্যাবের ভিতরেই হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে ল্যাবরেটরির ভিতরই তাঁকে ধর্ষণ করে ওি টেকনিসিয়ান। তার পর এই ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়।’’

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৯:০৯
Share:

কলেজেই ধর্ষণের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্রী। গ্রাফিক- তিয়াসা দাস।

ইঞ্জিনিয়ারিং‌ কলেজের মালিক তেলঙ্গানার মন্ত্রী। সেই কলেজের ল্যাবরেটরির ভিতরেই ধর্ষণের শিকার দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। মঙ্গলবার এক টেকনিসিয়ানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই ছাত্রী।

Advertisement

মল্লা রেড্ডি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। ধর্ষণের অভিযোগের ব্যাপারে মঙ্গলবার পেটবাশ্রীবাদ পুলিশের এক অফিসার বলেছেন, ‘‘মঙ্গলবার দ্বিতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী ল্যাবরেটরির টেকনিশিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অঊিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে ল্যাবরেটরির ভিতরই তাঁকে ধর্ষণ করে ওি টেকনিসিয়ান। তার পর এই ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়।’’

ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।

Advertisement

সম্প্রতি হায়দরাবাদের এক পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। সেই ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয়েছিল। তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছিল সমাজের বিভিন্ন মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement