Delhi

স্ত্রীর উদ্দেশে কটূক্তি, যুবককে পিটিয়ে মারলেন স্বামী

সেখান থেকে যাওয়ার সময় সুন্দর আর তাঁর মাকে হুমকি গিয়ে যান অভিযুক্তরা। বলেন এখান থেকে বিহারে নিজেদের গ্রামে ফিরে যেতে হবে, এখানে থাকা চলবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ১৭:৫২
Share:

প্রতীকী চিত্র।

স্ত্রীকে উদ্দেশ করে নোংরা কথা বলার ‘শাস্তি’, বন্ধুদের নিয়ে অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেললেন চার যুবক। বুধবার যুবকের মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের করেন মৃতের মা। তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির বেগমপুরের ঘটনা।

Advertisement

মৃত এবং খুনের দায়ে মূল অভিযুক্ত যুবক দু’জনেই দিল্লির বেগমপুরের বাসিন্দা। খুনের দায়ে মূল অভিযুক্ত সন্দীপ পুলিশকে জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর। সেদিন তাঁর স্ত্রী সামনের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের শ্রমিকদের চা দিতে যাচ্ছিলেন। পথে সুন্দর যাদব ও তাঁর বন্ধু মনোজ দাঁড়িয়ে ছিলেন। তাঁরা সন্দীপের স্ত্রীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন।

বাড়ি ফিরে সন্দীপকে সব কথা বলেন তাঁর স্ত্রী। শুনে মাথা গরম হয়ে যায় সন্দীপের। ঘটনাস্থলে গিয়ে সুন্দর এবং মনোজের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয়। সেখানে উপস্থিত শ্রমিকরাও সন্দীপ ও মনোজের হয়েই কথা বলে, তাঁরাও কটুক্তিতে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। সবাই মিলে সন্দীপকে হেনস্থা করেন। বাধ্য হয়ে তখনকার মতো সেখান থেকে চলে যান সন্দীপ।

Advertisement

আরও পড়ুন: চাকরি নেই রোহিতের, বউয়ের বিরিয়ানি তো আছে, তাতেই বাজিমাত

আরও পড়ুন: প্রৌঢ়কে মারতে মারতে জিপে তুলছে কেরল পুলিশ, ভাইরাল ভিডিয়ো

সন্দীপ এবার ফোন করেন তাঁর বন্ধু দীপক, মণীশ, নরেশকে ডেকে নেন। চার জনে মিলে এবার সুযোগ বুঝে সুন্দর, মনোজের উপর হামলা চালান। একটি স্কুলের পিছনে তাঁদের দু জনকে পেয়ে চড়াও হন। চার জনে মিলে। মার খেতে খেতেই হাত ছাড়িয়ে কোনও রকমে পালিয়ে যান সুন্দর আর মনোজ। কিন্তু সুন্দরকে তাড়া করে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে যান চার জনে। বাড়ি থেকে টেনে বের করে এনে মারধর করা হয়। শেষে সুন্দরের মা এসে কোনও রকমে উদ্ধার করেন ছেলেকে। এমনকি সেখান থেকে যাওয়ার সময় সুন্দর আর তাঁর মাকে হুমকি গিয়ে যান অভিযুক্তরা। বলেন এখান থেকে বিহারে নিজেদের গ্রামে ফিরে যেতে হবে, এখানে থাকা চলবে না। এই ঘটনার দিন দুয়েক পর সুন্দরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল, বুধবার তাঁর মৃত্যু হয়।

সুন্দরের মায়ের অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement