হুরিয়ত নেতা মিরওয়াইজ় উমর ফারুক। ছবি: সংগৃহীত।
জঙ্গি-যোগের অভিযোগে বরখাস্ত সরকারি কর্মীদের স্বার্থে ওমর আবদুল্লা সরকারকে হস্তক্ষেপ করতে অনুরোধ করলেন হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান মিরওয়াইজ় উমর ফারুক। বিশেষ মর্যাদা লোপের পর থেকে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েক জন সরকারি কর্মীকে জঙ্গি-যোগের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ওমর সরকার ক্ষমতায় আসার পরেও উপরাজ্যপাল মনোজ সিন্হা সংবিধানের ৩১১ (২) (সি) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা প্রয়োগ করে দুই সরকারি কর্মীকে বরখাস্ত করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাঁরা হলেন আব্দুল রহমান নাইকা ও জ়াহির আব্বাস।
আজ বিষয়টি নিয়ে সরব হয়েছেন মিরওয়াইজ়। তাঁর কথায়, ‘‘ফের দুই সরকারি কর্মীকে আইনি পথে হাঁটার সুযোগ না দিয়েই কলমের এক আঁচড়ে বরখাস্ত করা হল। প্রবল শীতের ঠিক আগে বিপাকে পড়লেন তাঁদের পরিবারের সদস্যেরা। যে একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে এখানে প্রশাসন চালানো হচ্ছে তার চিহ্ন হল শাস্তি ও ভয়।’’ মিরওয়াইজ়ের বক্তব্য, ‘‘নির্বাচিত সরকারের উচিত এই অবিচার বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ করা। বরখাস্ত হওয়া কর্মীদের পদে ফেরানো প্রয়োজন।’’