Shraddha Walkar Murder Case

শ্রদ্ধার দেহাংশ নয় তো! আরাবল্লি পর্বতের ধারে ব্যাগ ভর্তি টুকরো দেহ, ছুটল দিল্লি পুলিশ

আরাবল্লি পর্বত সংলগ্ন অঞ্চলে বৃহস্পতিবার ব্যাগটি উদ্ধার হয়েছে। তাতে মানবদেহের টুকরো ভরা ছিল। এক ব্যক্তি পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ফরিদাবাদ শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৫:২৬
Share:

ট্রলি ব্যাগের মধ্যে মানবদেহের টুকরো ভরে ফেলে রাখা হয়েছিল। ছবি: সংগৃহীত।

ট্রলি ব্যাগের মধ্যে মানবদেহের টুকরো ভরে ফেলে রাখা হয়েছিল আরাবল্লি পর্বত সংলগ্ন অঞ্চলে। বৃহস্পতিবার পালি রোড এলাকা থেকে সেই ব্যাগটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে শ্রদ্ধা ওয়ালকর খুনের সম্পর্ক থাকতে পারে বলে মনে করেছে দিল্লি পুলিশ। মৃতদেহের টুকরোগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় হাঁটতে হাঁটতে এক ব্যক্তি পরিত্যক্ত ট্রলি ব্যাগটি খুঁজে পান। তিনি পুলিশে খবর দেন। সূরজকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে। তার পর তা পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষার জন্য।

শ্রদ্ধার খুনের সঙ্গে এই ব্যাগের সম্পর্ক থাকতে পারে মনে করে ঘটনাস্থলে পৌঁছেছিল দিল্লি পুলিশও। তবে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়। মেহেরৌলির এসিপি বিনোদ নারাং জানান, আরাবল্লী পর্বত সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের সম্পর্ক নেই। আপাতত দেহাংশ রাখা হয়েছে মর্গে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া মৃতদেহের টুকরোগুলি অন্তত ২ মাসের পুরনো। তবে তা পুরুষ না মহিলার, সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পর এই ঘটনায় এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement