Clash

‘ঝোল নেই কেন’? শুধু পরোটা পরিবেশনের জন্য হোটেল কর্মীকে বেধড়ক মার তিন ক্রেতার

কেরলে মালাবার পরোটা বিখ্যাত। বেশির ভাগ দোকানেই মালাবার পরোটার সঙ্গে বিনামূল্যে ডিম বা মাংসের ঝোল পরিবেশন করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ২০:৪৭
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

পরোটা পরিবেশন করেছিলেন। কিন্তু সঙ্গে ফাওয়ের ঝোল পরিবেশন করেননি। ‘‘ঝোল নেই কেন?’’ এই অভিযোগে এক হোটেল কর্মীকে বেধড়ক মারধর তিন ক্রেতার। কেরলের কোট্টায়ামের চাঙ্গানাচেরির ঘটনা। তিন ক্রেতাকে আটক করেছে পুলিশ।

Advertisement

কেরলে মালাবার পরোটা বিখ্যাত। বেশির ভাগ দোকানেই মালাবার পরোটার সঙ্গে বিনামূল্যে ডিম বা মাংসের ঝোল পরিবেশন করা হয়। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ চাঙ্গানাচেরির একটি দোকানে গিয়ে পরোটা অর্ডার করেন তিন জন। তাঁরা তিন জনেই তামিলনাড়ুর বাসিন্দা। দোকানের কর্মী তাঁদের পরোটা পরিবেশন করেন। যদিও সঙ্গে কোনও ঝোল ছিল না।

তিন ক্রেতা এতে চটে যান। ওই কর্মীর কাছে ঝোল এবং আলু চান। তিনি অস্বীকার করলে মারধর শুরু করেন। ওই কর্মীর নাম মুস্তাফা। তিনি অসম থেকে কেরলে কাজ করতে এসেছেন। হোটেলের বাকি কর্মীরা হস্তক্ষেপ করে মুস্তাফাকে উদ্ধার করেন। তিন ক্রেতাকে আটকে রাখেন তারা। পুলিশ এলে তাদের হাতে তুলে দেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মুস্তাফা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement