Hotel Fare

বর্ষায় মাছি তাড়াচ্ছে একাধিক হোটেল, পর্যটক টানতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা পাহাড়ি রাজ্যে

পর্যটকের অভাবে ধুঁকতে থাকা হোটেলগুলি সচল করতে নতুন উদ্যোগ দেখা গিয়েছে রাজ্যে। চলতি মরসুমে বর্ষার দাপটে সেখানে জনজীবন ব্যাহত হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ০৯:৪৩
Share:

হিমাচল প্রদেশে বৃষ্টিভেজা বর্ষার রাস্তা। ছবি: সংগৃহীত।

বর্ষায় উত্তর ভারতের একটা বড় অংশ সঙ্কটের মুখে। গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ, দিল্লি একাধিক রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বৃষ্টির কারণে মৃত্যুও হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পাহাড়ের পর্যটন প্রধান রাজ্যগুলিতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা। বন্যার ভয়ে কেউ আর ঘুরতে যাচ্ছেন না। খালি পড়ে আছে হোটেলগুলি।

Advertisement

পর্যটকের অভাবে ধুঁকতে থাকা হোটেলগুলি সচল করতে নতুন উদ্যোগ দেখা গিয়েছে হিমাচল প্রদেশে। এই রাজ্যের হোটেল সংগঠনের তরফে ঘোষণা করা হয়েছে, পর্যটকেরা হোটেল ভাড়া করলে মোট মূল্যের উপর ৫০ শতাংশ ছাড় পাবেন। পর্যটক টানতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে, হিমাচলে বর্ষা পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে রাজ্য সরকার। তাদের তরফে পর্যটকদের আহ্বান জানানো হয়েছে। হিমাচলের এক মন্ত্রী জানিয়েছেন, তাঁর রাজ্য এই মুহূর্তে পর্যটনের জন্য সম্পূর্ণ নিরাপদ।

করোনা অতিমারির ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে হিমাচল প্রদেশ। চলতি বছরের প্রথমার্ধে এই রাজ্যে ১ কোটির বেশি পর্যটক এসেছিলেন। কিন্তু বর্ষায় সেই ব্যবসা ধাক্কা খেয়েছে। জুলাই মাসে প্রবল বৃষ্টি, পাহাড়ে ধসের কারণে হিমাচলের রাস্তাঘাট বিধ্বস্ত। বন্যার ভয়ে পর্যটকেরা আর ঘুরতে আসেননি। অনেক হোটেল ভাড়া করার পরেও বাতিল করে দেওয়া হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

Advertisement

পাহাড়ি এলাকায় বর্ষাকাল এমনিতেই পর্যটন শিল্পের জন্য আদর্শ সময় নয়। প্রতি বছরই এই সময়টুকুতে পর্যটকের সংখ্যা তাৎপর্যপূর্ণ ভাবে কম থাকে। প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে যায় পর্যটকের সংখ্যা। কিন্তু হিমাচলে এ বছর হোটেলে পর্যটকের সংখ্যা একেবারে শূন্যতে গিয়ে ঠেকেছে। পর পর সব হোটেলই খালি পড়ে রয়েছে। ফলে সরকারি কিংবা বেসরকারি, সব হোটেলই পর্যটক টানার জন্য বিপুল ছাড় ঘোষণা করেছে। হিমাচল প্রদেশ পর্যটন উন্নয়ন দফতর থেকে জানানো হয়েছে, তাদের অধীন হোটেলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

হিমাচল হোটেলের ফেডারেশন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, পর্যটকদের জন্য হিমাচল এখন নিরাপদ। বর্ষায় যে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলিও মেরামত করা হচ্ছে। ফলে চিন্তার কোনও কারণ নেই। নির্বিঘ্নেই ঘোরা যাবে। হোটেল ব্যবসায়ীদের আশা, সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে পর্যটকের সংখ্যা আবার বৃদ্ধি পেতে শুরু করবে।

বর্ষার বাড়বাড়ন্তের সময় চলতি মরসুমেই হিমাচলে আটকে পড়েছিলেন অনেক পর্যটক। রাজ্য সরকারের তরফে অন্তত ৭৫ হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ধস, রাস্তায় যানজট, বন্যায় ভেসে যাওয়া গাড়ি কিংবা পর্যটকদের হেনস্থার একাধিক ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে উত্তর ভারতের একাধিক রাজ্য থেকে। তবে পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গিয়েছে বলেই দাবি হিমাচলের হোটেল সংগঠনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement