ফাইল ছবি।
বিদেশ থেকে ভারতে বসবাসকারী আত্মীয়দের টাকা পাঠানোর নিয়ম শিথিল করল কেন্দ্রীয় সরকার। বিদেশ বসবাসকারীরা এ দেশে আত্মীয়দের এ বার থেকে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। এ জন্য আর জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ জন্য ‘ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট’ (এফসিআরএ)-এ প্রয়োজনী সংশোধন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আগে বিদেশ থেকে দেশে আত্মীয়দের বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পাঠানো যেত। তার বেশি টাকা পাঠাতে হলে প্রয়োজন হত সরকারি ছাড়পত্রের। পাশাপাশি, নির্ধারিত সীমার চেয়েও বেশি টাকা পাঠালে সরকারকে জানানোর সময়সীমা ছিল ৩০ দিন। নতুন সংশোধনীর ফলে তা বেড়ে হয়েছে ৯০ দিন বা তিন মাস। শুক্রবার রাতে এই সংশোধনগুলি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।