Hoax Call

Hoax call: উড়ো ফোনে বোমাতঙ্ক, উড়ানে বিঘ্ন বেঙ্গালুরু বিমানবন্দরে, তদন্ত শুরু পুলিশের

প্রায় সাড়ে তিন ঘণ্টা চিরুনি-তল্লাশি চালিয়েও বিমানবন্দরের অন্দরে বা রানওয়েতে দাঁড়িয়ে থাকা কোনও বিমানে বোমার সন্ধান মেলেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২২ ১২:০৪
Share:

বেঙ্গালুরু বিমানবন্দরে বোমাতঙ্ক। ফাইল চিত্র।

শুক্রবার কাকভোরে এসেছিল ফোন! বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ কন্ট্রোল রুমকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানিয়েছিলেন, সেখানে বোমা রাখা রয়েছে।

তড়িঘড়ি বিমানবন্দর জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। এমনকি, উড়ান থামিয়ে বিমানের অন্দরের চলে বোমার খোঁজ। সাত সকালে বিমানবন্দরে ছুটে আসেন বেঙ্গালুরু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে ‘করণীয়’ সংক্রান্ত আচরণবিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বাএসওপি) মেনে এটিসি-র মাধ্যমে অবতরণকারী বিমানের পাইলটকেও সমস্ত বিষয়টি জানানো হয়!

Advertisement

প্রায় সাড়ে তিন ঘণ্টা চিরুনি-তল্লাশি চালিয়েও বিমানবন্দরের অন্দরে বা রানওয়েতে দাঁড়িয়ে থাকা কোনও বিমানে বোমার সন্ধান মেলেনি। বেঙ্গালুরু পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক ভাবে এটি ভুয়ো কল বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তির খোঁজ চলছে।’’ পুলিশ সূত্রের খবর, ফোনটি সম্ভবত ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ ব্যবহার করে করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement