Himachal Pradesh Rain

আগামী ছ’দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস হিমাচলে, শিমলা-সহ ন’জেলায় সতর্কতা জারি, আশঙ্কা প্লাবনের

রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, ৭-১০ অগস্ট পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবার ১১-১২ অগস্ট আরও কিছু জেলায় আবহাওয়া আরও খারাপ হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১৭:৫৬
Share:

হিমাচলে দুর্যোগ। ছবি: পিটিআই।

হিমাচল প্রদেশে গত কয়েক দিন ধরেই দুর্যোগ চলছে। সেই দুর্যোগ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১২ অগস্ট পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, ৭-১০ অগস্ট পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবার ১১-১২ অগস্ট আরও কিছু জেলায় আবহাওয়া আরও খারাপ হতে পারে। যে জেলাগুলিতে দুর্যোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেগুলি হল, শিমলা, কাংড়া, মান্ডি, সোলান, সিরমৌর, উনা, হামিরপুর, বিলাসপুর এবং কুলু।

সোমবার রাতে ভরবাইতে ৬৬ মিলিমিটার, ঘাঘসে ৫৬, যোগীন্দ্রনগরে ৫৩, গোহরে ৪৬, বিলাসপুরে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের চম্বা, কাংড়া, মান্ডি, কুলু, সিরমৌর, কিন্নৌর, শিমলা এবং আশপাশের অঞ্চলে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ছ’দিন ভারী বৃষ্টির জেরে ধস এবং হড়পা বানেরও আশঙ্কা করা হচ্ছে। শুধু তা-ই নয়, বেশ কিছু জেলা প্লাবিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

Advertisement

রাজ্য প্রশাসন সূত্রে খবর, বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। দু’টি জাতীয় সড়ক-সহ ৮৫টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কিন্নৌরে ৫ নম্বর জাতীয় সড়ক এবং লাহুল-স্পিতিতে ৫০৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল থমকে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement