পৃথ্বী শ। — ফাইল চিত্র।
তাঁকে নিয়ে একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ) এক কর্তা। তার পরেই পাল্টা দিলেন পৃথ্বী শ। জানালেন, না জেনে বকবক করার মতো প্রচুর মানুষ রয়েছেন আশেপাশে। চারদিকে সমালোচনার মুখে পড়েও থামছেন না ওপেনার।
শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্টে পৃথ্বী লিখেছেন, “যদি আপনি পুরোটা না বুঝতে পারেন, তা হলে সেটা নিয়ে কথা বলবেন না। মতামত জানানোর জন্য প্রচুর মানুষ রয়েছে আশেপাশে, যারা সত্যিটা অর্ধেক জানে।” নাম না করে এমসিএ কর্তার মন্তব্যকেই যে নিশানা করেছেন পৃথ্বী তা বোঝা গিয়েছে এই পোস্ট দেখে।
প্রসঙ্গত, সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে ওই এমসিএ কর্তা বলেছেন, “সৈয়দ মুস্তাক আলিতে ১০ জন ফিল্ডারে খেলতে হত আমাদের। পৃথ্বীকে জোর করে লুকিয়ে রাখতাম। বল ওর পাশ দিয়ে গেলেও ধরতে পারত না। ব্যাটিংয়ের সময়েও দেখতাম কী ভাবে বলের কাছে পৌঁছতে ওর সমস্যা হচ্ছে। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং হাবভাব খুব খারাপ। কোনও ক্রিকেটারের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল।”
বিজয় হজারের দলে জায়গা না পেয়ে সমাজমাধ্যমে পৃথ্বী লিখেছিলেন, ‘‘হে ঈশ্বর, আমায় আর কী দেখতে হবে! ৬৫টি ইনিংসে আমার রান ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। তা-ও আমি যথেষ্ট ভাল নই? তবু আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি, অন্যেরাও আমাকে বিশ্বাস করেন। আমি নিশ্চিত ভাবে ফিরে আসব।’’ তবে এমসিএ কর্তা বলেছেন, “এ ধরনের পোস্টে নির্বাচকদের কারও কিছু যাবে-আসবে না।”