এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
চাষের জমিতে লাঙল করেছিলেন বাবা। নাবালক পুত্র বসেছিলেন ট্র্যাক্টরের চালকের পাশের আসনে। হঠাৎ ট্র্যাক্টরের রোটারে জড়িয়ে যায় ছেলেটি। বাবার চোখের সামনে ট্র্যাক্টরের রোটারের ভিতরে খণ্ড খণ্ড হয়ে যায় পুত্রের দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বিম্বলটিটিয়া গ্রামে। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রদীপ সাউ। বয়স ১৪ বছর। সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত সে। শুক্রবার বাবার সঙ্গে নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিল সে। লাঙল দেওয়া হচ্ছিল জমিতে। ছেলেটি ট্র্যাক্টরচালকের পাশে বসে ছিল। তার বাবা সুশান্ত সাউ লাঙলের কাজ দেখার পাশাপাশি জমিতে টুকিটাকি কাজ করছিলেন। তার মধ্যেই ওই অঘটন। জানা গিয়েছে, লাঙলের সময় পা পিছলে ট্র্যাক্টরের উপর থেকে পড়ে যায় প্রদীপ। চালক ট্র্যাক্টর থামানোর আগেই রোটারের ভিতরে ঢুকে যায় নাবালকের দেহ। খণ্ড-বিখণ্ড হয়ে যায় পুরো শরীর। ছেলেকে ওই ভাবে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান বাবা। অন্য দিকে, ট্র্যাক্টর ফেলে ভয়ে দৌড় দেন চালক।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় ছেলেটিকে নিয়ে যাওয়া হয়েছিল বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। তারা ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনায় এখনও কেউ আটক বা গ্রেফতার হননি।