বিয়েতে শ্বশুরবাড়ির কাছ থেকে উপহার হিসাবে বুলডোজার পেলেন যুবক। ছবি টুইটার।
চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার। এমন কাণ্ডই ঘটেছে উত্তরপ্রদেশে। বিয়েতে বরকে বুলডোজার উপহার দেওয়ার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে জোর চর্চা চলছে।
উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা যোগেন্দ্র প্রজাপতিকে বিয়েতে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বুলডোজার উপহার দেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত যোগেন্দ্র। শ্বশুরবাড়ির কাছ থেকে এমন অভিনব উপহার পেয়ে যারপরনাই খুশি ওই যুবক। উপহার পাওয়া বুলডোজারের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ছবিতে দেখা গিয়েছে, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে বুলডোজারটি।
যোগেন্দ্রের কথায়, ‘‘আমার শ্বশুর আমায় বুলডোজার উপহার দিয়েছেন। কারণ এটা কাজে লাগবে। কর্মসংস্থান হবে এর সাহায্যে। গাড়ি দিলে তেমনটা হত না।’’ যোগেন্দ্রের শ্বশুর জানিয়েছেন, বুলডোজারের সাহায্যে টাকা রোজগার করতে পারবেন তাঁর মেয়ে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে যোগী আদিত্যনাথের বসার পর থেকেই সে রাজ্যে বুলডোজার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বুলডোজারের সাহায্যে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার মতো পদক্ষেপ করতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। চলতি বছরে সহারানপুর ও কানপুরে অশান্তি ছড়ানোয় অভিযুক্তদের সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষাপটে সেই রাজ্যেই বরকে বুলডোজার উপহার আলাদা মাত্রা যোগ করেছে।