family

বাবার ‘আঁচল’! বৃষ্টি থেকে মেয়েকে বাঁচাতে বিশেষ বন্দোবস্ত বাবার, দেখে আবেগপ্লুত সবাই

টুইটারে শেয়ার করা হয়েছিল ছবিটি। তাতে বৃষ্টিতে বাবা-মেয়ের ছবি দেখে টুইটার ব্যবহারকারীরা আবেগপ্লুত হয়ে পড়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৭:৩১
Share:

সেই মুহূর্তের এই ছবিটিই ভাইরাল হয়েছে টুইটারে। ছবি : টুইটার থেকে।

মেয়েকে বাইকে চাপিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছিলেন বাবা। হঠাৎ বৃষ্টি। এই অবস্থায় বাইক পাশে দাঁড় করিয়ে অপেক্ষা করাই উচিত কাজ হত। কিন্ত স্কুলে পৌঁছতে যাতে দেরি না হয়, সে জন্য এক অভিনব উপায় বের করলেন বাবা। বৃষ্টিতে বাবা–মেয়ের স্কুলে যাওয়ার সেই অভিনব দৃশ্যটিই ভাইরাল হয়েছে টুইটারে।

Advertisement

ছবিটি শেয়ার করেছেন ডা. অজয়িতা নামে এক টুইটার ব্যবহারকারী। তাতে দেখা যাচ্ছে বাবার শীতের মোটা জ্যাকেটের নীচে খুদে পড়ুয়ার মাথা থেকে শরীরের উপরের অংশটি ঢাকা। বাবাকে জড়িয়ে ধরে বসে আছে সে। তবে দেখা যাচ্ছে শুধু পা দু’টি। ছবিটি পোস্ট করে বিবরণে অজয়িতা লিখেছেন, ‘‘বাবাদের খুবই হালকা ভাবে নেওয়া হয়।’’

ছবিটি ১৩ ডিসেম্বর শেয়ার করার পর ২৪ ঘণ্টার মধ্যে সেটি লাইক করেছেন ৩৭০০ জন। শেয়ারও হয়েছে অনেকবার। ছবির নীচে অনেকেই অনেকরকম মন্তব্য করেছেন। তার মধ্যে একজন লিখেছেন, ‘‘ছেলে-মেয়েদের মানুষ করতে বাবারা যে ত্যাগ স্বীকার করে তাকে গুরুত্বই দেওয়া হয় না অনেক সময়।’’ আবার একজন লিখেছেন, ‘‘বাবারা তো ছাতার মতোই.. সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করার ছাতা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement