Muzaffarnagar

Muzaffarnagar: গাড়ির ছাদে নাচতে নাচতে যাচ্ছিলেন বর, দু’লাখ টাকা জরিমানা করল পুলিশ!

মুজফফরনগর পুলিশের এসএসপি অভিষেক যাদব জানিয়েছেন, ট্রাফিক নিয়ম লঙ্ঘন করায় বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৬:৫৭
Share:

গাড়ির ছাদে বসে নাচের সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

বিয়ের পিঁড়িতে বসার আগেই দু’লক্ষ টাকা জরিমানা দিতে হল বরকে। বিয়ে করতে যাওয়ার সময় বর এবং তাঁর বন্ধুরা গাড়ির ছাদে নাচতে নাচতে যাচ্ছিলেন। পথচলতি মানুষ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তার পর উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করে সেই ভিডিয়ো টুইট করেন অঙ্কিত কুমার নামে এক ব্যক্তি।

Advertisement

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই আসরে নামে পুলিশ। মুজফফরনগর পুলিশের এসএসপি অভিষেক যাদব জানিয়েছেন, ট্রাফিক নিয়ম লঙ্ঘন করায় বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে দু’লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে এসএসপি জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মুজফফরনগরে জাতীয় সড়ক ধরে বিয়ে করতে যাওয়ার সময় বর এবং তাঁর কয়েক জন সঙ্গী চলন্ত গাড়ির ছাদে নাচানাচি করেন। কেউ কেউ আবার গাড়ির জানলা গিয়ে শরীরে অর্ধেক অংশ বার করে নাচছিলেন। যে কোনও মুহূর্তে বিপদ ঘটতে পারবত বলে পুলিশের দাবি। শুধু তাই-ই নয়, এ ধরনের কাজ করে পথচলতি মানুষের নিরাপত্তকেও বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন তাঁরা।

Advertisement

ভিডিয়োটি তাদের হাতে পৌঁছতেই ন’টি গাড়িকে চিহ্নিত করে জরিমানা করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement