গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাস। টুইটার থেকে নেওয়া।
গণেশ বিসর্জনের শোভাযাত্রায় জাতির জনক মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি নিয়ে উল্লাসের ছবি ধরা পড়ল দক্ষিণের রাজ্য কর্নাটকে। শিবমোগার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, হিন্দুত্ববাদী সংগঠনের তরফে বিসর্জনের শোভাযাত্রায় গডসের ছবি দেখানো হয়।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন আমির আহমেদ সার্কলে সাভারকরের নামে পোস্টার পড়েছিল। তার সপ্তাহ খানেক আগে এক দল মানুষ একই জায়গায় আলোকস্তম্ভে সাভারকরের একটি বড় পোস্টার টাঙাতে যাওয়ার সময় অন্য এক দল মানুষের সঙ্গে বিরোধ বাধে। অন্য দলের লোকেরা একই জায়গায় টিপু সুলতানের পোস্টার ঝোলাতে চাইছিলেন।
এর পর বিজেপি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন সাভারকরের পোস্টার ঝোলাতে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভও করে। তাদের অন্যতম দাবি ছিল, টিপুর পোস্টার ঝোলাতে গিয়েছিলেন যাঁরা, তাঁদের গ্রেফতারির।
সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এ বার গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাসের ছবি ধরা পড়ল কর্নাটকে।