Viral

Viral: ৬ বছর বয়সেই পড়তে হচ্ছে অনেক বিষয়, ভিডিয়োতে খুদের অভিযোগ প্রধানমন্ত্রীকে

ইতিমধ্যে নেটমাধ্যমে ভিডিয়োটি ৫৭ হাজারবার দেখা হয়েছে। ৫ হাজার মানুষ পছন্দ করেছেন এটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৬:৪৭
Share:

ছবি: টুইটার

করোনা পরিস্থিতিতে সকলেই ঘরবন্দি। পড়াশোনা চলছে অনলাইনে। একেবারে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, সবটাই ইন্টারনেটের মাধ্যমে সারতে হচ্ছে পড়ুয়াদের। এতদিনের অভ্যাস অনেকটাই পাল্টে দিতে হয়েছে এই কয়েকদিনে। কিন্তু কাশ্মীরের এক খুদে পড়ুয়া পড়ার চাপে কাবু। টানা ক্লাস, বাড়িতে বসে পড়াশোনা, সব মিলিয়ে ‘চাপ’ বেড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে টুইটারে ভিডিয়ো করে পোস্ট করল কাশ্মীরের এক ছ’বছরের সেই খুদে।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই খুদে বলতে শুরু করেছেন, ‘‘ইংরাজি, অঙ্ক, উর্দু, পরিবেশবিদ্যা ও কম্পিউটার পড়তে হয় আমাকে। বাচ্চাদের জন্য অনেক খাটনির কাজ। কেন বাচ্চাদের এত খাটতে হবে মোদীসাহেব?’’ এই কথাগুলি বলার পর কিছুক্ষণের বিরতি নেয় সে, তারপর বলে, ‘‘কী আর করা যাবে, আস্সালওয়ালিকুম মোদীসাহেব, বাই’’।

Advertisement

ইতিমধ্যে নেটমাধ্যমে ভিডিয়োটি ৫৭ হাজারবার দেখা হয়েছে। ৫ হাজার মানুষ পছন্দ করেছেন এটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement