Snake

জুতোয় পা গলাতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি! ফণা তুলে বেরিয়ে এল বিষধর এক গোখরো

নীল রঙের জুতোর মধ্যে লুকিয়ে রয়েছে সাপটি। জুতোয় নাড়া দিতে সে-ও নড়েচড়ে বসে। তার পর জুতো থেকে মাথা বের করে ফণা তোলে। চারপাশে লোকজন তখন ভয়ে চিৎকার করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৪:৪২
Share:

জুতোটি নাড়াতে সাপটি ফণা তোলে। —ছবি টুইটার থেকে।

জুতো পরতে গিয়েছিলেন এক ব্যক্তি। তা করতে গিয়ে যা দেখলেন, চোখ কপালে। জুতো আর পরা হয়নি। কারণ ওই জুতোর মধ্যে লুকিয়ে ছিল আস্ত একটা গোখরো। কর্নাটকের মাইসুরুর ঘটনা। সেই ভিডিয়ো এখন ভাইরাল।

Advertisement

জুতো পরার সময় ভিতরে গোখরো দেখে সাপুড়েকে খবর দিয়েছিলেন ওই ব্যক্তি। তিনি এসে জুতোটি নাড়াতে সাপটি ফণা তোলে। ভিডিয়োয় দেখা গিয়েছে, নীল রঙের জুতোর মধ্যে লুকিয়ে রয়েছে সাপটি। জুতোয় নাড়া দিতে সে-ও নড়েচড়ে বসে। তার পর জুতো থেকে মাথা বের করে ফণা তোলে। চারপাশে লোকজন তখন ভয়ে চিৎকার করছেন। শেষ পর্যন্ত গোখরোটিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

মাস কয়েক আগে এই ধরনেরই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন বন দফতরের আমলা (আইএফএস) সুশান্ত নন্দা। সেখানেও দেখা গিয়েছিল, জুতোর মধ্যে বসে রয়েছে একটি সাপ। বন দফতরের কর্মী এসে একটি রড দিয়ে জুতোটিতে নাড়া দেন। তাতেই জুতো থেকে মাথা গলিয়ে ফোঁস করে সাপটি। বন দফতরের আধিকারিক সাধারণ মানুষকে সতর্ক করার জন্যই ভিডিয়োটি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন, বর্ষাকালে জুতো পরার আগে এক বার অন্তত জুতোর ভিতরটা দেখে নেওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement