— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অটোর সঙ্গে গাড়ির ধাক্কা। একই পরিবারের চার জনের মৃত্যু। মন্দির দর্শনে যাচ্ছিলেন তাঁরা। পথে এই দুর্ঘটনা। তেলঙ্গানার মেহবুবাবাদের ঘটনা।
কাম্বালাপল্লি গ্রামের ঘটনা। রবিবার রাতে অটোয় চেপে গুড়িয়া বাবু মন্দিরে যাচ্ছিলেন একই পরিবারের চার জন। নাগার্জুন সাগরের কাছে গুণ্ডলা সিঙ্গরম গ্রামে রয়েছে সেই মন্দির। উল্টো দিক থেকে আসছিল গাড়িটি। দুইয়ের সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যান দু’জন। বাকি দু’জনকে মেহবুবাবাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মৃত্যু হয় তাঁদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা গুড়ুর মণ্ডলের চিন্না ইয়েল্লাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। গাড়ির চালকের খোঁজ চলছে।