—ফাইল চিত্র।
২১ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। চোখের সামনে তা দেখতে পেয়েও কিছু করতে পারেনি ডাকাতের দল। তাদেরই ছোট্ট ভুলে বিপুল পরিমাণ টাকা নষ্ট হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণের বিষ্ণুনগর এলাকার। একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে গত রাতে হানা দেয় ডাকাত দল। রাত ১টা নাগাদ গ্যাস কাটার নিয়ে এটিএমে ঢুকেছিলেন তাঁরা। এটিএম যন্ত্র গ্যাস কাটার দিয়ে কেটে টাকা বার করার চেষ্টা করছিলেন। কিন্তু তাতেই ঘটে বিপত্তি।
গ্যাস কাটার দিয়ে যন্ত্র কাটার সময়ে তা বেশি গরম হয়ে যায়। ওই তাপে আগুন ধরে যায় যন্ত্রের ভিতরে রাখা টাকাতেও। মুহূর্তের মধ্যে সমস্ত টাকা দাউ দাউ করে জ্বলতে থাকে।
তত ক্ষণে বিপদ বুঝে এটিএম ছেড়ে পালিয়েছে ডাকাতের দল। এটিএমে গোলমাল শুনে এলাকায় লোক জড়ো হয়ে যায়। তাদের চেষ্টায় আগুন নেভানো গেলেও একটি টাকাও উদ্ধার করা যায়নি সেখান থেকে। নষ্ট হয়েছে মোট ২১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা।
পুলিশ এই ঘটনায় এফআইআর গ্রহণ করে তদন্ত শুরু করেছে। অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ।