Assam

Assam:প্রবল বৃষ্টিতে ধস নেমে ৪ জনের মৃত্যু, ফের দুর্যোগ অসমে

অসমে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন। ধস নেমে চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই শ্রমিক। আগামী তিন দিন অতি ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৪:১৯
Share:

অসমে ধস।

গত মাসেই বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল অসম। সেই দুর্দশা কাটতে না কাটতেই ফের প্রবল বর্ষণে ধস নেমে উত্তর-পূর্বের এই রাজ্যে ফের প্রাণহানির খবর মিলল। রাজধানী গুয়াহাটির বরাগাঁওয়ের কাছে নিজারপুরে ধসের জেরে চার জনের মৃত্যু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মৃতেরা সকলেই শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। সেখান থেকে দেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন ওই শ্রমিকরা। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। সোমবার রাত থেকে অসমে ভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে গুয়াহাটির বিভিন্ন এলাকা জলমগ্ন। গুয়াহাটি রেল স্টেশনেও জল জমার খবর মিলেছে। বৃষ্টির কারণে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিঘ্নিত উড়ান পরিষেবা।

Advertisement

এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে অসম সরকার। আগামী তিন দিন অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ নিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement