ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। ছবি: সংগৃহীত।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য একটি শূন্যপদ রয়েছে। ওই পদে নিযুক্তকে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কাজের জন্য বিজ্ঞান শাখায় পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন। তবে, যাঁরা পিএইচডি থিসিস জমা দিয়েছেন, এখনও ডিগ্রি পাননি, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। একই সঙ্গে তাঁদের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তকে টেকনিক্যাল রিসার্চ সেন্টারে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট কাজের মেয়াদ ৩০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত। তবে, ওই মেয়াদ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রার্থীর মেধা, শিক্ষাগত যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট পদের জন্য বেছে নেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়মমাফিক নিযুক্ত ব্যক্তির জন্য নির্দিষ্ট পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারেন। আবেদনের নিরিখে বাছাই করা ব্যক্তিদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।