Hyderabad Stampede Case

ভার্চুয়াল মাধ্যমে হাজিরা অল্লু অর্জুনের, মামলার শুনানি পিছিয়ে দিল তেলঙ্গানার আদালত

তেলঙ্গানার নামাপল্লি আদালতে অল্লুর মামলার শুনানি চলছে। হায়দরাবাদের ঘটনায় অভিনেতাকে গ্রেফতার করে এই আদালতেই নিয়ে এসেছিল পুলিশ। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
Share:

তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা চলছে তেলঙ্গানার নিম্ন আদালতে। —ফাইল চিত্র।

তেলঙ্গানার আদালত অভিনেতা অল্লু অর্জুনের মামলার শুনানি পিছিয়ে দিয়েছে। হায়দরাবাদের থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় করা মামলার শুনানি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অভিনেতার জেল হেফাজত সংক্রান্ত মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছিলেন অল্লু।

Advertisement

তেলঙ্গানার নামাপল্লি আদালতে অল্লুর মামলার শুনানি চলছে। হায়দরাবাদের ঘটনায় অভিনেতাকে গ্রেফতার করে এই আদালতেই নিয়ে এসেছিল পুলিশ। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পরে তেলঙ্গানা হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু এই নিম্ন আদালতের নির্দেশের জেরেই এক রাত জেলে কাটাতে হয় পর্দার ‘পুষ্পা’কে। নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। তাই আবার আদালতে এই মামলার শুনানি হয় এবং অভিনেতা সেখানে হাজিরা দেন।

শুক্রবার শুনানিতে অভিনেতার আইনজীবীরা হাই কোর্টের জামিনের কথা জানিয়েছিলেন। তবে সরকার পক্ষ নিজেদের বক্তব্য জানানোর জন্য আরও কিছুটা সময় চেয়ে নেন। তার ফলেই মামলার শুনানি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী শুনানির দিন অভিনেতার জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাবে তেলঙ্গানা সরকার।

Advertisement

গত ৫ ডিসেম্বর অল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি মুক্তি পেয়েছে। তার আগে ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন অল্লু। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হন এক মহিলা এবং তাঁর ন’বছর বয়সি সন্তান। মহিলার মৃত্যু হয়েছে। তাঁর সন্তানের অবস্থা এখনও আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে সে দিনের ঘটনায় অভিনেতার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। হায়দরাবাদ পুলিশের অভিযোগ, প্রিমিয়ারে যে তেলুগু তারকা উপস্থিত হবেন, আগে থেকে তা পুলিশকে জানানো হয়নি। ফলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল না সন্ধ্যা থিয়েটারে। অল্লুকে এই মামলায় গ্রেফতার করে পুলিশ। এখন তিনি জামিনে মুক্ত। তাঁর বাড়িতেও একাধিক বার হামলা চালানো হয়েছে। এ প্রসঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বক্তব্যে রাজনৈতিক উত্তাপের পারদও চড়েছে। এর মাঝেই মৃত মহিলার পরিবারকে দু’কোটি টাকা অর্থসাহায্যের ঘোষণা করা হয় অল্লুর তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement