mumbai

Coronavirus in Mumbai: কোভিডের ইতিহাসে প্রথম! মুম্বইতে এক জনেরও মৃত্যু হয়নি শেষ ২৪ ঘণ্টায়

মুম্বইয়ে রবিবার ৩৬৭ জনের দেহে সংক্রমণ মিলেছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ হাজার ৩০ এবং সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২০:৪৯
Share:

রবিবার মুম্বইয়ে কোভিডে মৃত্যু শূন্য। ছবি- সংগৃহীত

রবিবার মুম্বইয়ে কোভিডে মৃত্যু শূন্য। গত বছর দেশে করোনা আছড়ে পড়ার পর থেকে এই প্রথম বার বাণিজ্যনগরীতে গত ২৪ ঘণ্টায় এক জনও কোভিড রোগীর মৃত্যু হয়নি। অতিমারি পর্ব শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে তালিকায় শীর্ষে ছিল মহারাষ্ট্রের রাজধানী। সেখান থেকে এই প্রথম বার মৃত্যু কমে শূন্যে নামল মুম্বইয়ে।

Advertisement

মুম্বইয়ে রবিবার নতুন করে ৩৬৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হারও কমে হয়েছে ১.২৭ শতাংশ। বাণিজ্যনগরীতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩০ এবং সুস্থতার বে়ড়ে হয়েছে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেখানে কোভিড পরীক্ষা হয়েছে প্রায় ২৮ হাডার ৬০০ জনের। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই শহরে বর্তমানে কোনও কন্টেনমেন্ট জোন নেই। তবে আগে থেকেই সিল করা আছে ৫০টি বা়ড়ি।

এখনও পর্যন্ত মুম্বইয়ে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৫০ হাজার ৮০৮ জন। কোভিডে প্রাণ গিয়েছে মোট ১৬ হাজার ১৮০ জনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement