প্রতীকী ছবি
দেশে কংগ্রেসের স্থায়ী সভাপতি না থাক, বিদেশের সংগঠন বাড়াতে দলীয় প্রধান ঠিক করে ফেলল কংগ্রেস। রাহুল গাঁধী পদ ছাড়ার পর থেকে কংগ্রেসের সভাপতির দায়িত্ব অস্থায়ী ভাবে সামলাচ্ছেন সনিয়া গাঁধী। সেই কংগ্রেসই ঘর সামলাতে না পারলেও গুছিয়ে ফেলেছে বিশ্বের সংগঠন।
‘কান্ট্রি প্রেসিডেন্ট’ পদে গোটা ইউরোপ জুড়ে একাধিক পদে অনেককে বসানো হয়েছে। বিশ্বের কংগ্রেস সংগঠনের দায়িত্বে রয়েছেন শ্যাম পিত্রোদা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস-এর নরওয়ে শাখার প্রধান হয়েছে গরিসোবার সিংহ গিল। তিনি ‘চক্র’ নামে বিয়ার সংস্থার মালিক। ফিনল্যান্ডে কমলকুমার জাভরাপ্পা নামে ৩৫ বছরের এক বিজ্ঞানীকে সে দেশের কংগ্রেসের প্রধান পদে বসানো হয়েছে।
এ ছাড়াও ইতালি, সুইৎজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও পোল্যান্ডে কংগ্রেসের আদর্শ ছড়িয়ে দিতে সংগঠনের শীর্ষে বিভিন্ন কৃতি মানুষদের বসানো হয়েছে। সারা পৃথিবীজুড়ে কংগ্রেসের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।