প্রতীকী ছবি
সোমবার দেশের অন্য শহর থেকে দেশীয় উড়ান চালু হলেও, কলকাতা সেই তালিকায় থাকছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কলকাতা থেকে দেশীয় উড়ান পরিষেবা শুরু তিন দিন পিছিয়ে দিল কেন্দ্র। বলা হয়েছে, ২৮ মে, বৃহস্পতিবার কলকাতা থেকে দেশীয় উড়ান চালু হবে। বাগডোগরা থেকেও উড়ান চালু হবে বৃহস্পতিবারই। তবে অন্ডালে বিমান ওঠানামা শুরু হচ্ছে আজ, সোমবারেই।
মুম্বইয়ে সোমবার থেকে উড়ান পরিষেবা চালালেও তা কম রাখার অনুরোধ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই অনুরোধ মেনে বিমান মন্ত্রক জানিয়েছে, সোমবার মুম্বই থেকে ২৫টি উড়ান উঠবে, ২৫টি নামবে। হায়দরাবাদে ওঠানামা করবে ১৫ জোড়া বিমান। কলকাতার ক্ষেত্রেও কম উড়ান দিয়ে পরিষেবা শুরু হবে বলে মন্ত্রক সূত্রের খবর। এমনিতেই সারা দেশে যত উড়ান চলে, তার এক তৃতীয়াংশ উড়ান দিয়ে সোমবার পরিষেবা চালু হচ্ছে। কলকাতা থেকে চালু হওয়ার কথা ছিল ৮০টি উড়ান। কমবে সেই সংখ্যাও। তবে কলকাতা-বাগডোগরায় কাল থেকে উড়ান চালু না-হওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান সংস্থাগুলি।
আরও পড়ুন: আরও দুই ছাত্রীকে ধরল দিল্লি পুলিশ