Navy Submarine

নৌসেনার ডুবোজাহাজের সঙ্গে মৎস্যজীবীদের নৌকার ধাক্কা গোয়ার সমুদ্রে, ১১ জন উদ্ধার, নিখোঁজ দুই

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সংঘর্ষের কথা। মারথোমা নামে মৎস্যজীবীদের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগার পরই সেটি টুকরো টুকরো হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:৫৮
Share:

গোয়ার সমুদ্রে ডুবোজাহাজের দুর্ঘটনা। প্রতিনিধিত্বমূলক ছবি।

নৌসেনার ডুবোজাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে গেল মৎস্যজীবীদের একটি নৌকা। ১৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ দুই মৎস্যজীবী। গোয়া উপকূলের কাছে ঘটনাটি ঘটেছে।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সংঘর্ষের কথা। মারথোমা নামে মৎস্যজীবীদের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগার পরই সেটি টুকরো টুকরো হয়ে যায়। নৌকায় থাকা মৎস্যজীবীরা উত্তাল সমুদ্রে পড়ে যান। এই দুর্ঘটনার পরই নৌসেনা উদ্ধারকাজ শুরু করে। জানা গিয়েছে, ১১ জন মৎস্যজীবীকে দুর্ঘটনার পর পরই উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি দুই মৎস্যজীবীর খোঁজ মেলেনি। ওই দু’জনের খোঁজে শুক্রবারেও তল্লাশি জারি রেখেছে নৌসেনা।

কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে নৌসেনা সূত্রে খবর। উপকূলরক্ষী বাহিনীও উদ্ধারকাজে নেমেছে। বাহিনীর একটি নজরদারি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে মৎস্যজীবীদের সন্ধানে। এ ছাড়াও নৌবাহিনীর ছ’টি জাহাজও উদ্ধারকাজে নেমেছে। সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে ডুবোজাহাজের কোনও ক্ষতি হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। ডুবোজাহাজটি গন্তব্যে না পৌঁছলেই দুর্ঘটনা সম্পর্কে বিশদ জানার চেষ্টা করা হবে বলেও ওই সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement