Fire

জয়ের উচ্ছ্বাসের মাঝেই বিপত্তি মহারাষ্ট্রে! আবির থেকে আগুন লেগে আহত হলেন সদ্য জয়ী প্রার্থী

হঠাৎ আরতির থালায় আবির পড়ে আগুন ধরে যায়। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সমর্থকদের পাশাপাশি জখম হয়েছেন নবনির্বাচিত প্রার্থীও। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:০৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শনিবারই ঘোষিত হয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল। চাঁদগড়ে জিতেছেন নির্দল প্রার্থী শিবাজি পাটিল। জয়ের পর তাঁকে ঘিরে চলছিল সমর্থকদের উচ্ছ্বাস। তখনই বাধল বিপত্তি। উদ্‌যাপনের মাঝেই হঠাৎ অগ্নিকাণ্ড। জখম হলেন খোদ নবনির্বাচিত প্রার্থীও! শনিবার রাতে চাঁদগড়ের মহাগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

শনিবার সকাল থেকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। সন্ধ্যা হওয়ার আগেই বিজেপির নেতৃত্বাধীন ‘মহাজুটি’-র জয়ের চিত্রটি স্পষ্ট হয়ে যায়। যদিও চাঁদগড় বিধানসভা কেন্দ্রে জেতেন নির্দল প্রার্থী শিবাজি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, জয়ের পর শনিবার রাতে মহাগাঁওয়ে শিবাজিকে ঘিরে চলছিল উদ্‌যাপন। ফুল, প্রদীপ দিয়ে বরণডালা সাজিয়ে এনেছিলেন মহিলারা। ক্রেন থেকে সমর্থকদের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছিল আবির। তখনই হঠাৎ আরতির থালায় আবির পড়ে আগুন ধরে যায়। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সমর্থকদের পাশাপাশি জখম হয়েছেন নবনির্বাচিত প্রার্থীও। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর ওই মুহূর্তের একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তাতেই দেখা যাচ্ছে, বরণডালা সাজিয়ে প্রার্থীকে ঘিরে চলছে উৎসব। ক্রেন থেকে সমর্থকদের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে গোলাপি আবির। কিন্তু আরতির প্রদীপে আবির পড়ামাত্র আগুন ধরে যায় গোটা এলাকায়। উল্লেখ্য, চাঁদগড়ে ৮৪ হাজার ২৫৪ ভোট পেয়ে জিতেছেন নির্দল প্রার্থী শিবাজি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির নাগেশ পাটিল। তাঁকে হারিয়ে প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।

Advertisement

মহারাষ্ট্রে মূল লড়াই ছিল বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-র ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-র ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। মহারাষ্ট্রে মোট আসনের সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১৪৫। সেখানে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন ‘মহাজুটি’। কংগ্রেসের নেতৃত্বাধীন ‘মহাবিকাশ আঘাড়ী’ পেরোয়নি ৫০ এর গণ্ডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement