Fire at Income Tax Office

দিল্লির আয়কর অফিসে অগ্নিকাণ্ডে মৃত এক, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

দমকল জানিয়েছে, বিকেল ৩টে ৭ মিনিটে তাদের কাছে ফোন আসে আইটিও মোড়ের কাছে আয়কর ভবনে আগুন লেগেছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে আসে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ১৭:৩৫
Share:

দিল্লির আয়কর অফিসে অগ্নিকাণ্ড। ছবি: এক্স।

দিল্লির আয়কর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ আইটিও মোড়ের কাছে সিআর বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনায় আহত হন এক জন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। উদ্ধার করা হয় ভিতরে আটকে থাকা সাত জনকে।

Advertisement

দমকল জানিয়েছে, বিকেল ৩টে ৭ মিনিটে তাদের কাছে ফোন আসে আইটিও মোড়ের কাছে আয়কর অফিসে আগুন লেগেছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে আসে তারা। ২১টি দমকলের ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর আতঙ্কে কয়েক জন ভবনের জানলা গলে বাইরের দিকে ঝুলতে থাকেন। যদিও এ বিষয়ে কিছু জানায়নি দমকল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। জানা গিয়েছে, সিআর বিল্ডিংয়ের তিন তলায় আগুন লেগেছিল। সেই আগুন অন্য তলগুলিতে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে দমকল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement