মহাপঞ্চায়েতে কৃষক নেতারা। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের মুজফ্ফনগরে কৃষক মহাপঞ্চায়েত থেকে ফের জোরদার আন্দোলনের ডাক দিলেন ভারতীয় কিসান ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। রবিবারই মহাপঞ্চায়েত থেকে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দেন তিনি। পাশাপাশি বলেন, ‘‘যত দিন নতুন কৃষি আইন বাতিল করা না হবে, তত দিন দিল্লি সীমানা ছেড়ে যাব না। লাগাতার চলবে আন্দোলন।’’
কৃষি আইনের বিরোধিতা করে আয়োজিত মহাপঞ্চায়েতে অংশ নিয়েছে আন্দোলনে থাকা বিভিন্ন সংগঠন। কৃষকদের তরফ থেকে দাবি করা হয়েছে, সংগঠনের সংখ্যা প্রায় ৩০০। দক্ষিণের রাজ্যগুলির বিভিন্ন সংগঠনও এতে অংশ নিয়েছে। রবিবারের জমায়েত থেকে টিকায়েত বলেন, ‘‘আমরা শপথ নিচ্ছি, দিল্লি সীমানার প্রতিবাদস্থল আমরা ছাড়ব না। যদি সেখানে আমাদের শেষকৃত্য হয়, হোক। আমরা দরকার হলে ওখানেই জীবন শেষ করব। যতদিন না জয় পাচ্ছি, আন্দোলনের ময়দান আমরা ছাড়ব না।’’
আন্দোলনের পাশাপাশি আলোচনার রাস্তাও খুলে রাখতে চাইছেন প্রতিবাদী কৃষকরা। রাকেশ বলেছেন, ‘‘ভারত সরকার যদি আমাদের আলোচনার জন্য ডাকে, আমরা যেতে রাজি। তবে পাশাপাশি চলবে কৃষকদের আন্দোলনও। যত ক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, তত ক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভারতের স্বাধীনতা সংগ্রাম ৯০ বছর ধরে চলেছে। তাই আমি জানি না, আর কত দিন ধরে আমাদের এই আন্দোলন চলবে।’’ রাকেশ রবিবার জানিয়েছেন, সারা দেশেই এমন মহাপঞ্চায়েত আয়োজন করবে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এসেছে বেসরকারিকরণের প্রসঙ্গ। বলেছেন, ‘‘দেশকে বিক্রি করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা তাঁর নাম নিয়ে এ বার থেকে প্রচার করব। সাধারণ মানুষকে বুঝিয়ে বলতে চাইব, কী ভাবে দেশের সম্পদ বিক্রি করে দিতে চাইছেন মোদী।’’
গত বছর নভেম্বর মাস থেকে কৃষকদের আন্দোলন চলছে। প্রথম থেকেই কৃষকরা তিনটি কৃষি আইন বাতিল করার দাবি করে চলেছেন। সরকারের সঙ্গে একাধিক আলোচনাও হয়েছে, কিন্তু সমাধান সূত্র পাওয়া যায়নি।