পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা ট্র্যাক্টর দিয়ে। ছবি সৌজন্য টুইটার।
কৃষি আইনের প্রতিবাদে শুক্রবার উত্তাল হয়ে উঠল উত্তরাখণ্ডের উধম সিংহ নগর। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডেও এই আইনের বিরোধিতায় নেমেছেন কৃষকরা। গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রবেশ এবং বোরনোর পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন।
শুক্রবার উধম সিংহ নগরের বাজপুরে পরিস্থিতি চরমে ওঠে। কৃষকদের মিছিল আটকাতে পুলিশ আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল। মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে।
ভিডিয়োতে দেখা যায়, মিছিলের সামনে একটি ট্র্যাক্টর ছিল। বিক্ষোভকারীরা যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, তখন ওই ট্যাক্টর সোজা চালিয়ে দেওয়া হয় ব্যারিকেডের উপরে। ট্র্যাক্টর দিয়ে বেশ কয়েক বার ধাক্কা মেরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তার পর সোজা ব্যারিকেডের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্র্যাক্টরটিকে।
কৃষক আইন নিয়ে এই মুহূর্তে গোটা দেশ তেতে রয়েছে। প্রায় এক মাস ধরে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। দফায় দফায় সরকারের সঙ্গে আলোচনাতেও কোনও সমাধানসূত্র মেলেনি এখনও। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। যদিও সরকারের তরফে বেশ কয়েক বার সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে কৃষক সংগঠনগুলির কাছে। কিন্তু তারা সাফ জানিয়েছে, আইন প্রত্যাহার না করলে কোনও ভাবেই নিজেদের অবস্থান থেকে সরবেন না কৃষকরা। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।