Farm Laws

রাজ্যে কেন্দ্রীয় আইন কার্যকর হবে না, কৃষকদের আশ্বাস মহারাষ্ট্র সরকারের

কঙ্গনার সঙ্গে দেখা করার সময় আছে অথচ কৃষকদের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না বলে রাজ্যপালকে একহাত নেন শরদ পওয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৪:০০
Share:

আজাদ ময়দানে কৃষকদের সমাবেশ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারের কৃষি আইন কার্যকর করবে না তারা। জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার। প্রাজতন্ত্র দিবসে রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করছেন কৃষকরা। তাঁদের সমর্থন জানিয়ে মুম্বইয়ের আজাদ ময়দানে গত দু’দিন ধরে অবস্থান করছেন মহারাষ্ট্রের কৃষকরাও। সোমবার সেখানে গিয়েই এমন ঘোষণা করেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নানা পটোলে। সরকার কৃষকদের পাশে রয়েছে বলে জানিয়ে দেন তিনি।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ দিন আজাদ ময়দানে পতাকা উত্তোলন করেন পটোলে। তার পর কৃষকদের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি বলেন, ‘‘এই আইনগুলির প্রভাব পর্যালোচনা করে দেখতে বিশেষ কমিটি গড়ার নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে মহারাষ্ট্রে বিতর্কিত আইন তিনটি কার্যকর করার প্রশ্নই ওঠে না। আমি নিজেও প্রথমে কৃষক তার পর সাংবিধানিক পদাধিকারী। কৃষকদের সমর্থন জানাতেই আজ এখানে এসেছি আমি।’’
এর আগে, সোমবার আজাদ ময়দানে আন্দোলনকারী কৃষকদের সামনে বক্তৃতা করেন মহারাষ্ট্রে জোট সরকারের অংশ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট। তাঁদের গলাতেও একই সুর ধরা পড়ে। এমনকি সময় বার করে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ না করায় রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারীকেও একহাত নেন পওয়ার। পওয়ার বলেন, ‘‘কঙ্গনা রানাউতের সঙ্গে সাক্ষাতের সময় রয়েছে ওঁর কাছে। কিন্তু কৃষকদের জন্য সময় নেই। এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলা উচিত ছিল ওঁর। কিন্ত তার প্রয়োজন বোধ করেননি উনি।’’

Advertisement

গোয়ার অতিরিক্ত দায়িত্ব রয়েছে কোশিয়ারীর হাতে। এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই তিনি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে অভিযোগ করেন পটোলে। তিনি বলেন, ‘‘রাজ্যপাল কার কাদের নির্দেশ মেনে চলেন, তা আমরা সকলেই জানি। কৃষকদের সঙ্গে কেন দেখা করলেন না, তা নিয়ে আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই বলে মনে হয় আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement