Kidnap

পণবন্দির মুক্তি চেয়ে চিঠি মোদীকে

অসম সরকার ও বড়োভূমি প্রশাসনের কাছে তাঁর দাদা দীপক শীল ও সারা অসম বাঙালি ঐক্যমঞ্চের আবেদন, যে গোষ্ঠীই অপহরণ করে থাকুক, প্রদীপবাবুকে যেন মুক্তি দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৩:২৯
Share:

ফাইল চিত্র।

এনডিএফবির সব শাখাই শান্তি চুক্তিতে সই করে মূলস্রোতে ফিরেছে। কিন্তু তার পরেও ঘরে ফেরেননি অপহৃত বাঙালি যুবক প্রদীপ শীল। পাঁচ মাস আগে কোকরাঝাড়ের সেরফাংগুড়ি থেকে জঙ্গিরা অপহরণ করেছিল তাঁকে। পরের মাসে মুক্তিপণও আদায় করে তারা। কিন্তু বাড়ি ফেরেননি প্রদীপবাবু। অসম সরকার ও বড়োভূমি প্রশাসনের কাছে তাঁর দাদা দীপক শীল ও সারা অসম বাঙালি ঐক্যমঞ্চের আবেদন, যে গোষ্ঠীই অপহরণ করে থাকুক, প্রদীপবাবুকে যেন মুক্তি দেওয়া হয়। ঘটনার বিবরণ-সহ চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। দীপকবাবু জানান, তামারহাটের বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে সেরফাংগুড়িতে মোটরবাইক মেরামতির কাজ করতেন ভাই। মোটরবাইক সারানোর নাম করে বড়ো জঙ্গিরা তাঁকে অপহরণ করে। এর পর দীপকবাবুর মোবাইলে ৩০ লক্ষ টাকা চেয়ে ফোন আসে। তার পর থেকে প্রদীপবাবুর মোবাইল বন্ধ। অনেক দরাদরির পরে সম্পত্তি বন্ধক রেখে সাড়ে চার লক্ষ টাকা জোগাড় করেন তাঁরা। ৩ অক্টোবর বিশমুরি এলাকায় মোটরবাইকে আসা সশস্ত্র দুই জঙ্গি টাকা নিয়ে জানায় ভাইকে জাতীয় সড়কেই রেখে যাওয়া হবে। তার পর থেকে অপহরণকারীদের ফোনও বন্ধ। দীপকবাবু বলেন, ভাই বেঁচে আছে কি না সেই খবরও পুলিশ বার করতে পারল না। পুলিশের দাবি, তদন্ত চলছে। সারা অসম বাঙালি ঐক্যমঞ্চ শনিবার দাবি করে, বিজেপি বাঙালিপ্রেম দেখালেও বাঙালিদের উপরে অত্যাচার বেড়েই চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement