EPFO

মধ্যবিত্তের উপর কোপ, ইপিএফ-এ কমল সুদের হার

২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফে সুদের হার কমে হচ্ছে ৮.৫%।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ১৩:৫০
Share:

পিএফে কমছে সুদের হার।

মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়েই কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার কমল। ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফে সুদের হার কমে হচ্ছে ৮.৫%। ২০১৮-১৯ সালে পিএফে সুদের হার ছিল ৮.৬৫%। অর্থাৎ পিএফের সুদের হার .১৫ শতাংশ কমানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার পিএফে সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। তিনি বলেন, ‘‘সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (সিবিটি) পিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।’’পিএফের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সিবিটি-ই। সিবিটি-র এই প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে। অর্থমন্ত্রকের সিলমোহর পড়লেই চালু হয়ে যাবে পিএফে নয়া সুদের হার।

বর্তমানে পিএফের আওতায় রয়েছে ছ’কোটি মানুষ। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জেরে সরাসরি প্রভাব পড়বে তাঁদের উপর। কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ডে সুদের হারের বিষয়টি প্রত্যেক বছরই পুনর্মূল্যায়ন করে থাকে। তার জেরেই কমানো হল পিএফে সুদের হার।

Advertisement

আরও পড়ুন: নয়া চ্যালেঞ্জ, বলছেন স্বাস্থ্যমন্ত্রী, ভাইজাগে ৫ জনের দেহে করোনা সংক্রমণের আশঙ্কা​

আরও পড়ুন: ওরা আমার স্বামীকে মেরে ফেলল: নন্দিনী​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement