Yogesh Gupta

তদন্তে ঢিলেমি, ইডি কর্তাকে বদলি

কলকাতার ইডি’র দায়িত্বে আনা হচ্ছে মধ্যাঞ্চলের বিশেষ অধিকর্তা বিবেক ওয়াদেকরকে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০৪:৩৯
Share:

প্রতীকী ছবি।

মেয়াদ শেষের ১৫ দিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের(ইডি)-র পূর্বাঞ্চলের বিশেষ অধিকর্তা যোগেশ গুপ্তকে বদলি করে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাঁকে দিল্লিতে ইডি’র সদর দফতরে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে। অক্টোবরের শেষেই কেরল ক্যাডারের এই আইপিএস অফিসারকে ইডি থেকে সেই রাজ্যে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। কলকাতার ইডি’র দায়িত্বে আনা হচ্ছে মধ্যাঞ্চলের বিশেষ অধিকর্তা বিবেক ওয়াদেকরকে।

Advertisement

কলকাতা ইডি’র হাতে রোজভ্যালি, সারদাসহ বেশ কয়েকটি অর্থলগ্নি সংস্থার মামলা রয়েছে। কিন্তু মামলাগুলির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে খুশি ছিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর মামলাতেও কলকাতা ইডি’র ভূমিকা কেন্দ্রীয় সরকারের আতসকাচের নীচে রয়েছে। ইডি’র কাছে রাজ্যের বেশ কয়েক জন প্রভাবশালীর গত কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগও ইডি তদন্ত করে দেখছিল। কিন্তু সেই তদন্ত এগোনোর আগেই ইডি’র যাবতীয় নথিপত্র প্রভাবশালীদের হাতে পৌঁছে যায় বলে অভিযোগ। কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থ তছরুপের অভিযোগে ডেকে হেনস্থা করে হয়েছে এমন অভিযোগও প্রধানমন্ত্রীর দফতরে জমা পড়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement