রাজস্থানে প্রশ্ন ফাঁস ঘিরে বিক্ষোভের আবহেই সক্রিয় হল ইডি। ফাইল চিত্র।
শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার রাজস্থান জুড়ে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সে রাজ্যের বেশ কিছু ঠিকানায় ইডি-র তদন্তকারী আধিকারিকেরা হানা দিয়েছেন।
নিয়োগ দুর্নীতিতে বেআইনি ভাবে অর্থ লেনদেনের খোঁজ পেতেই সোমবার রাজধানী জয়পুরের পাশাপাশি, বাঢ়মের, উদয়পুর, জালোর, জোধপুর-সহ কয়েকটি জেলার বিভিন্ন ঠিকানায় ‘স্পেশাল অপারেশন গ্রুপ’-এর তদন্তকারী আধিকারিকেরা হানা দিয়েছেন বলে ইডি সূত্রের খবর।
প্রকাশিত খবরে দাবি, প্রভাবশালী সরকারি ঠিকাদার ভজনলাল বিশনইয়ের মহাবীর নগরের বাড়ি এবং রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সদস্য বাবুলাল কাটারার বাড়িতে সোমবার তল্লাশি চলেছে। গত এপ্রিলে পিএসসি দুর্নীতিতে অভিযুক্ত বাবুলালকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল তাঁর ভাইপো এবং গাড়িচালককেও।
গত ফেব্রুয়ারি মাসে রাজস্থান পুলিশ গ্রেফতার করেছিল প্রশ্ন ফাঁসের ঘটনার মূল অভিযুক্ত ভূপেন্দ্র সারনকে। প্রসঙ্গত, সম্প্রতি রাজস্থানের শাসকদল কংগ্রেসের নেতা সচিন পাইলট পিএসসি দুর্নীতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।