Election Commission

নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বাইক মিছিল নিষিদ্ধ, পাঁচ রাজ্যকে নির্দেশ নির্বাচন কমিশনের

৫ রাজ্য থেকে আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত রিপোর্ট নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ২০:১২
Share:

ফাইল চিত্র।

নির্বাচনের ৭২ ঘণ্টা আগে ও ভোটদানের দিন নির্দিষ্ট কেন্দ্রগুলিতে সমস্ত রকম বাইক মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। কমিশন মনে করছে, বাইক মিছিলের মাধ্যমে বিভিন্ন স্থানে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। ভোটারদের প্রভাবিত করতে পারে বাইক মিছিল। যদিও কমিশনের নিয়ম অনুসারে ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ হবে। কিন্তু বাইক মিছিল বন্ধ করতে হবে ৭২ ঘণ্টা আগে। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

Advertisement

৫ রাজ্য থেকে আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত রিপোর্ট নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। নির্দেশে বলা হয়েছে, ভোটদানের ৭২ ঘণ্টা আগে ও নির্বাচনের দিন কোনও কেন্দ্রে বাইক মিছিল করা যাবে না। কমিশনের তরফ থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই বিষয়ে সমস্ত দল, প্রার্থীদের যেন নির্দিষ্ট সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হয়। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ। পশ্চিমবঙ্গেও প্রথম দফার নির্বাচন হবে ওই দিনই। ফলপ্রকাশ ২ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement