প্রতীকী ছবি।
ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব সিকিম। রবিবার রাত ৮.৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। গ্যাংটকের পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিলে এই কম্পনের উৎসস্থল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মৃদু কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতেও। তবে জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এই কম্পন টের পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।
গত ৭ জুলাই কম্পন অনুভূত হয়েছিল উত্তরবঙ্গে। অসমের গোয়ালপাড়া ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২। অসম এবং মেঘালয়ের পাশাপাশি এ রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম্পন অনুভূত হয়েছিল ওই দিন।