domestic flight

ঘরোয়া উড়ান চালু সোমবার থেকে

করোনা সংক্রমণের প্রেক্ষিতে মার্চের শেষের দিক থেকেই দেশ জুড়ে লকডাউন ঘোষণার পর দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২০ ১৭:৩৬
Share:

ফাইল ছবি।

দেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা আগামী সোমবার থেকেই ফের চালু হচ্ছে। তবে তা হবে নিয়ন্ত্রিত ভাবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরি বুধবার এই খবর দিয়েছেন।

Advertisement

এ দিন তাঁর একটি টুইটে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী ২৫ মে থেকে নিয়ন্ত্রিত ভাবে দেশের মধ্যে বিমান পরিষেবা ফের চালু করার ব্যাপারে দেশের সবক’টি উড়ান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। করোনা সংক্রমণের প্রেক্ষিতে মার্চের শেষের দিক থেকেই দেশ জুড়ে লকডাউন ঘোষণার পর দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়।

তবে বিমান পরিষেবা ফের শুরু হলেও যাত্রী নেওয়া হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়মকানুন মেনে। তিনটি আসনের মধ্যবর্তী আসনটি খালি রাখা হবে।

Advertisement

আরও পড়ুন: আমপানের মোকাবিলায় ফোনে মমতাকে সহযোগিতার আশ্বাস অমিতের

আরও পড়ুন: পুরীর মন্দিরে পান্ডাদের ফোন করছেন ভক্তরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement