আরও বাড়ানো হল অন্তর্দেশীয় উড়ান।— ফাইল চিত্র
আরও স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। বৃহস্পতিবার অন্তর্দেশীয় উড়ানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা করেছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী। কোভিড পরিস্থিতির আগে যে সংখ্যক বিমান চলত এ বার থেকে তার ৮০ শতাংশ বিমান চালানো হবে। আগে ৭০ শতাংশ বিমান চালানো হচ্ছিল।
বৃহস্পতিবার হরদীপ টুইট করেছেন, ‘গত ২৫ মে অন্তর্দেশীয় উড়ানে ২৫ হাজার যাত্রী পরিবহণের কথা বলা হয়েছিল যা ৩০ নভেম্বর ২ লক্ষ ৫২ হাজার হয়েছে। কোভিডের আগে যে সংখ্যক বিমান চলত তার ৮০ শতাংশ চালানোর অনুমোদন দিচ্ছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক’।
গত ২৫ মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হয়েছে। প্রথমে ৩৩ শতাংশ বিমান চলাচলে সায় দেওয়া হয়েছিল। পরে তা ধাপে ধাপে বাড়ানো হয়। এ বার প্রায় স্বাভাবিকের পথে উড়ান।
আরও পড়ুন: এইচডিএফসি-কে নয়া ক্রেডিট কার্ড, ডিজিট্যাল পরিষেবা বন্ধের নির্দেশ আরবিআই-এর
আরও পড়ুন: এপ্রিল-মে-তে বোর্ডের পরীক্ষা? রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি সিআইএসসিই-র