Doctor

যৌন নিগ্রহে অভিযুক্ত ডাক্তার

২০ বছর বয়সি ওই যুবতী অভিযোগ করেছেন, গত কালই যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে এক্সপ্রেসওয়ে থানায় এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০৬:০৫
Share:

প্রতীকী ছবি

উত্তরপ্রদেশের নয়ডায় কোভিড পজ়িটিভ এক ডাক্তারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক রোগী। করোনা ধরা পড়ার পরে ওই মহিলা ও ডাক্তারকে একটি বেসরকারি হাসপাতালের একই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।

Advertisement

২০ বছর বয়সি ওই যুবতী অভিযোগ করেছেন, গত কালই যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে এক্সপ্রেসওয়ে থানায় এফআইআর দায়ের হয়েছে। নয়ডা পুলিশের শীর্ষস্থানীয় এক কর্তা জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে। তিনি জানান, পুরুষ ও মহিলাকে একই ওয়ার্ডে রেখে হাসপাতালের তরফেও গাফিলতি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নয়ডার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ রণবিজয় সিংহ বলেন, ‘‘মনে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। ওই দু’জন কোভিড রোগীকে একই ওয়ার্ডে রাখার বিষয়ে সরকারি নিয়মনীতি মানা হয়েছিল কি না, সে বিষয়ে আমরা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলছি।’’

গত সপ্তাহেই ওই যুবতী ও ডাক্তারের করোনা ধরা পড়ে। তার পরেই দু’জনকে একই ওয়ার্ডে রাখা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এখনও ওই ওয়ার্ডেই রয়েছেন। কোভিড সংক্রান্ত নিয়ম মেনেই তাঁর বয়ান রেকর্ড করা হবে। তার পরে তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement