কিয়ারা আডবাণী। ছবি : ইনস্টাগ্রাম।
গরমে ঠান্ডা ভাব এনে চোখ জুড়োতে পারে রং। আবার রং শীতে উষ্ণতা বোধও জাগাতে পারে। ঋতু মেনে পোশাকের রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন অনেকেই। বলিউডের অভিনেত্রীদের সাজগোজ একটু খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যাবে তাঁরা মেক আপেও তেমন পরীক্ষা নিরীক্ষা করেন। দিন কয়েক আগে ছবির প্রচারের অনুষ্ঠানে নায়িকা কিয়ারা আডবাণী এসেছিলেন ব্রোঞ্জ রঙা মেকআপে। যদিও কিয়ারাকে দেখে মনে হচ্ছিল, মেক আপ নয়, তাঁর ত্বকের স্বাভাবিক রঙই ব্রোঞ্জ। যে রং প্রতি মুহূর্তে উত্তাপ ছড়াচ্ছে চারপাশে।
পোশাক শিল্পী মাসাপা গুপ্তার তৈরি করসেট ব্লাউজ় আর স্কার্ট পরেছিলেন কিয়ারা। অফ হোয়াইটের উপর মেটে সোনালি জরির সূক্ষ্ম কাজ। তার সঙ্গে মরচে সোনালি রঙের কানের দুল আর আংটি পরেছিলেন কিয়ারা। গলা ফাঁকা। তবে তাতে কি, সাদা পোশাকে ব্রোঞ্জের জীবন্ত মূর্তির মতো দেখাচ্ছিল কিয়ারাকে।
বলিউডের তারকাদের রূপটান শিল্পী সনিক সারওয়াটে মেকআপ করেছিলেন কিয়ারার। পার্টির মরসুমে কিয়ারাকে দেখে ব্রোঞ্জ মেকআপ করার কৌশল শিখে নিতে পারেন আপনিও। সনিক বলছেন, ‘‘কিয়ারার ব্রোঞ্জ মেক আপের আসল ম্যাজিক লুকিয়ে রয়েছে বেস মেক আপে। নিখুঁত আর ত্বকের রঙের সমতা যাতে বজায় থাকে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হয়েছে। বাকি কাজ করেছে ব্লাশ, আর আইশ্যাডো।’’ মেক আপের ক্ষেত্রে ‘অল্পেই বেশি’ নীতি বরাবর কাজে আসে বলে মনে করেন রূপটানশিল্পীরা। কিয়ারার ব্রোঞ্জ মেক আপের সময়ও সেই নীতি মেনে চলেছেন সনিক।
কী ভাবে করবেন ব্রোঞ্জ মেকআপ?
১। মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজ়ার দেওয়ার পরে হালকা ফাউন্ডেশনের সঙ্গে সামান্য লিক্যুইড ব্রঞ্জার মিশিয়ে মুখে ভাল ভাবে মেখে নিন। খেয়াল রাখবেন ফাউন্ডেশন যেন কোথাও কম কোথাও বেশি না পড়ে। বেস মেক আপ হবে মসৃণ। ত্বকের রঙ যেন খাপছাড়া না দেখায়। ফাউন্ডেশন লাগানোর পরে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করুন।
২। মুখের যেমস্ত জায়গায় কালচে ছোপ রয়েছে বলে মনে হচ্ছে, যেমন চোখের তলায় বা থুতনিতে বা যেকোনও অংশে কালচে ভাব থাকলে তার উপর কনসিলার দিন। ভাল ভাবে ব্লেন্ড করুন যাতে কোনও বলিরেখা না স্পষ্ট হয়। এতে আরও মসৃণ হবে রং।
৩। এ বার চোখের পাতায় হালকা বাদামি রঙের শিমারি আইশ্যাডো ভাল করে ব্লেন্ড করুন। সামান্য গাঢ় রঙের আইশ্যাডো নিয়ে যেখানে আইলাইনার পরেন, সেখানে সরু রেখা টেনে স্মাজ করুন। চোখের পল্লবে মাস্কারা দিন। প্রয়োজন হলে কৃত্রিম আইল্যাশ পরতে পারেন। তবে বেশি নয়। চোখের পল্লব যেন খুব বেশি ঘন না দেখায়। চোখের নীচের পাতাতেও একই ভাবে স্মাজ করে নিন। ওয়াটারলাইনে সাদা কাজলের রেখা টানুন। এমন ভাবে যাতে সাদা ভাবটা খুব উজ্জ্বল না দেখায়। সামান্য হালকা রং হলে চোখ বড় দেখাবে।
৪। ব্লাশের রঙে শুধু গোলাপি আভা থাকলে চলবে না। সঙ্গে সামান্য কমলা ভাব থাকলে ভাল। পিচ রঙের ব্লাশ ব্যবহার করতে পারেন। তবে খুব সামান্য পরিমানে। খুব হালকা একটা লালচে ভাব আসবে। সামান্য বাদামি রঙের কনটোর পাউডার দিয়ে কপাল, গালের হাড় এবং চোয়াল স্পষ্ট করুন। ভাল ভাবে মিশিয়ে নিন। গাঢ় রঙের আইশ্যাডো বা আই পেনসিলে ভ্রুকে স্পষ্ট করুন। অথবা ভ্রু সেট করার জেল দিয়েও করতে পারেন।
৫। স্বাভাবিক ঠোঁটের রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে ন্যুড লিপস্টিক পরুন। উপরে লিপ গ্লস দিন। শেষে সেটিং স্প্রে দিয়ে মেক আপ সেট করুন।