আইআইইএসটি শিবপুর। সংগৃহীত ছবি।
পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দেখভালের জন্য পেশাদার নিয়োগ করবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। সেই মর্মে আগেই নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রতিষ্ঠানের তরফে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছিল। আবেদনের শেষ দিন ছিল সোমবার। এ বার সেই আবেদনের সময়সীমা বৃদ্ধি করে পুনর্বার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে কাউন্সেলর বা মনোবিদ পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে তাঁর কাজের নিরিখে এই মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে।
কাউন্সেলর পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি/ সাইকোলজিতে এমএ বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা কাউন্সেলিং সেন্টারে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।