MK Stalin

তামিলনাড়ুতে স্ট্যালিন জিততেই নিজের জিভ কেটে ফেললেন ডিএমকে-র সমর্থক

নিজের জিভ কেটে সটান মন্দিরে চলে যান ৩২ বছরের ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২০:১৬
Share:

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতেছেন এম কে স্ট্যালিনের দল। প্রতীকী ছবি।

ডিএমকে ভোটে জিতলে নিজের জিভ কেটে মন্দিরে উৎসর্গ করবেন—এমন মানত করেছিলেন তামিলনাড়ুর এক মহিলা। রবিবার ওই রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ পাওয়ার পর দেখা গেল, তাঁর প্রার্থনা সফল! তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতেছেন এম কে স্ট্যালিনের দল। এর পর নিজের জিভ কেটে সটান মন্দিরে চলে যান ৩২ বছরের ওই মহিলা। তবে সাতসকালে মন্দিরের দরজা না খোলায় তার বাইরে অপেক্ষা করছিলেন। মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ওই মহিলার রক্তাক্ত মুখ দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা রামনাথনপুরম জেলার বাসিন্দা। অভিযোগ, স্ট্যালিনের জয় নিশ্চিত হওয়ার পরই তিনি নিজের জিভ কেটে ফেলেন। এর পর তা উৎসর্গ করতে ছুটে যান এলাকার মুথালম্মন মন্দিরে। তবে তখনও মন্দিরের দরজা না খোলায় তার বাইরে বসে অপেক্ষা করতে থাকেন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন।

তামিলনাড়ুতে ডিএমকে-র তো বটেই, সব দলেরই অন্ধ ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বিধানসভা ভোটের আগেও তাঁরা দলের টানে এমন ধরনের চরম পদক্ষেপ করেছেন। ৬ এপ্রিল ওই রাজ্যে ভোটগ্রহণের ২ দিন আগে বিরুধুনগরের ৬৬ বছরের এক ডিএমকে কর্মী নিজের বাঁ-হাতের সব আঙুল কেটে ফেলেছিলেন। স্ট্যালিনকে মুখ্যমন্ত্রীর কুর্শিতে দেখার প্রার্থনায় তিনি এমনটা করেছিলেন বলে অভিযোগ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার মাসখানেকের মধ্যেই ফের আরও ভক্ত চরম পদক্ষেপ করলেন তামিলনাড়ুতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement