Tamil Nadu

Tamil Nadu: তামিলনাড়ুর পুরভোটে ডিএমকে-কংগ্রেস-বাম জোট জয়ী চেন্নাই-সহ অধিকাংশ শহরেই

উত্তর তামিলনাড়ুর পাশাপাশি, দক্ষিণের ১০টি জেলা এমনকি, ‘এডিএমকে-র শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত পশ্চিম ও উপকূল অঞ্চলেও ভাল ফল করেছে ডিএমকে জোট। মঙ্গলবার বিকেলে ফলাফলের আঁচ মেলার পর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, ‘‘এই ফল দ্রাবিড় রাজনীতির জয়।’’ অন্য দিকে এডিএমকে-র অভিযোগ, পুরভোটে জালিয়াতি করে জিতেছে শাসকজোট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৪
Share:

স্ট্যালিনের ছবি নিয়ে চেন্নাইয়ে উল্লাস ডিএমকে সমর্থকদের। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর পুরভোটে বাজিমাৎ করল মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল ডিএমকে-র নেতৃত্বাধীন জোট। কংগ্রেস, বাম এবং অন্য কয়েকটি ছোট দলকে নিয়ে গড়া জোট রাজধানী চেন্নাই-সহ অধিকাংশ পুরসভাই দখল করতে চলেছে। অনেক পিছিয়ে প্রধান বিরোধী দল এডিএমকে। বিজেপি-র হাল আরও খারাপ।

উত্তর তামিলনাড়ুর পাশাপাশি, দক্ষিণের ১০টি জেলা এমনকি, ‘এডিএমকে-র শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত পশ্চিম ও উপকূল অঞ্চলেও ভাল ফল করেছে ডিএমকে জোট। মঙ্গলবার বিকেলে ফলাফলের আঁচ মেলার পর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, ‘‘এই ফল দ্রাবিড় রাজনীতির জয়।’’ অন্য দিকে এডিএমকে-র অভিযোগ, পুরভোটে জালিয়াতি করে জিতেছে শাসকজোট।

Advertisement

গত ১৯ ফেব্রুয়ারি চেন্নাই-সহ ২১টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ১৩৮টি মিউনিসিপ্যালিটি এবং ৪৮৯টি নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ হয়েছিল। মঙ্গলবার গণনার প্রবণতা বলছে চেন্নাইয়ের পাশাপাশি কোয়ম্বত্তূর, এরোড, ভেলোর, ত্রিচি (তিরুচিরাপল্লি), তাঞ্জাভুর, তুতিকোরিন, থিরুনেলভেলি, মাদুরাই-সহ সবগুলি কর্পোরেশন দখল করতে চলেছে স্ট্যালিনের জোট।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২০০ আসনের বৃহত্তর চেন্নাই পুরসভায় ১৯২টির ফল ঘোষিত হয়েছে। ডিএমকে জিতেছে ১৪৬টিতে। সহযোগী কংগ্রেস ১৩, সিপিএম ৪, সিপিআই ১, ভিসিকে ৩, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ১ এবং এমডিএমকে ২টি ওয়ার্ডে জিতেছে। প্রধান বিরোধী দল এডিএমকে-র ঝুলিতে গিয়েছে ১৫টি। বিজেপি এবং এএমএককে প্রার্থীরা ১টি করে ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা জিতেছেন ৫টি ওয়ার্ডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement